আর্কাইভ থেকে দেশজুড়ে

গরুর নাম ‘জায়েদ খান’, ওজন ১৮ মণ

গরুর নাম ‘জায়েদ খান’, ওজন ১৮ মণ
চিত্রনায়ক-নায়িকাদের নামে ঈদের পোশাকের নামকরণের প্রথা বেশ পুরোনো। গরুর নাম পাহাড়ের সঙ্গে তুলনা করে রাখা হয় কালা পাহাড়, ধলা পাহাড়। তবে আজ-কাল চিত্রনায়ক-নায়িকাদের নামেও রাখা হচ্ছে কুবানির পুশুর নাম। নারায়ণগঞ্জের একটি অ্যাগ্রো ফার্মে ১৮ মণ ওজনের একটি সুঠাম দেহের গরুর নামকরণ করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ‘জায়েদ খনের’ নামে। ক্রেতাদের আকৃষ্ট করতেই এমন নামকরণ করেছে আর কে অ্যাগ্রো ফার্ম। সিন্ধি জাতের ১৮ মণের ‘জায়েদ খানের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। লাল-কালো রঙের গরুটি লম্বায় ১০ ফুট ও উচ্চতা ৫ ফুট। আর কে অ্যাগ্রো ফার্ম-এর কর্মীরা জানান, জায়েদ খান ছাড়াও তাদের ছিল মেসি, নেইমার ও পাঠান নামের গরু। এর মধ্যে মেসি প্রায় সাড়ে ৭ লাখ টাকায় ও নেইমার ৬ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গরুর নাম ‘জায়েদ খান’ রাখার কারণ জানতে চাইলে অ্যাগ্রো ফার্মের ম্যানেজার আব্দুস সামাদ জানান, ‘শাহরুখ খানের পাঠান সিনেমা মুক্তির সময় দুইটি গরু আনা হয়। সে সময় একটির নাম রাখা হয় পাঠান। গরুটির গঠন অনেকটা পাঠানের মতো। ওই সিনেমা মুক্তির পর চিত্রনায়ক জায়েদ খান ছবির বিষয়ে কথা বলে আলোচনায় ছিলেন। তাই অপর গরুটির নামকরণ করা হয় জায়েদ খানের নামে।’তবে ভালোবেসেই এমন নামকরণ করা হয়েছে বলে দাবি তার।

এ সম্পর্কিত আরও পড়ুন গরুর | নাম | জায়েদ | খান | ওজন | ১৮ | মণ