আর্কাইভ থেকে কৃষি

পেঁয়াজের পর কাঁচা মরিচের ঝাল বেড়েছে

পেঁয়াজের পর কাঁচা মরিচের ঝাল বেড়েছে
চিনি নিয়ে ছিনিমিনি কম হচ্ছে না। কয়েক দফা বাড়ানোর পরও বাজারে চিনি নেই- এই অভিযোগ শুনতে হয় ক্রেতাদের কাছ থেকে।  পেঁয়াজের দামও পাগলা ঘোড়ার ন্যায় বাড়ানো হয়েছে। কিছুটা কমলেও এখন বাজারে পেঁয়াজ ৭০ টাকা কেজি। বিগত বছরে যা ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যেতো। এবার হঠাৎ করেই বাড়ানো হলো কাঁচা মরিচের দাম। কয়েক দিনের ব্যবধানে এখন কাঁচা মরিচ প্রায় চারশ টাকা কেজি। আমদানির অনুমতি দিয়েও দামে লাগাম টানা যাচ্ছে না। উল্টো আমদানি অনুমতির পর একদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে গেছে। বাজারে এখন কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা ছুঁইছুঁই। সোমবার (২৬ জুন) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এরকম চিত্র দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, এক কেজি কিনলে দাম রাখা হচ্ছে ৩৬০ থেকে ৪০০ টাকা। এক পোয়া কাঁচা মরিচ ১০০ টাকা ভাবা যায়! আসলে বাজারে যাদের নজরদারির করার কথা তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এ কারণেই মুনাফালোভী এক শ্রেণির ব্যবসায়ী ইচ্ছামতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলেন, বাজারে কাঁচা মরিচের দামে আগুন লেগেছে! কী কারণে এমন দাম বেড়েছে বলতে পারবো না। আড়তে কাঁচা মরিচ খুব বেশি পাওয়া যাচ্ছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন পেঁয়াজের | কাঁচা | মরিচের | ঝাল | বেড়েছে