আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

পুলিশের কাছে হয়রানির শিকার হলে অভিযোগ জানাবেন যেভাবে

পুলিশের কাছে হয়রানির শিকার হলে অভিযোগ জানাবেন যেভাবে
অনেক পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্যে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়। এসব ‘অসৎ’ পুলিশের বিরুদ্ধে ভূক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দিবেন তা বুঝতে পারেন না। এবার এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে চালু হয়েছে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’।  যেখানে ২৪ ঘণ্টানই মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd  ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশের | কাছে | হয়রানির | শিকার | হলে | অভিযোগ | জানাবেন | যেভাবে