আর্কাইভ থেকে জাতীয়

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলগণের সম্মানে নৈশভোজ

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলগণের সম্মানে নৈশভোজ
পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশনস জিন-পিয়েরে ল্যাক্রোইক্স এবং ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল ফর ম্যানেজমেন্ট স্ট্রাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স ক্যাথরিন পোলার্ডের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। রোববার (২৫ জুন) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ নৈশভোজের আয়োজন করা হয়। আয়োজিত এ নৈশভোজের পূর্বে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঘানায় অনুষ্ঠেয় জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের এ প্রস্তুতি সম্মেলনে অংশগ্রহণকারী ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ঢাকাস্থ আবাসিক রাষ্ট্রদূতগণ, হাইকমিশনার ও কূটনীতিকগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ এবং অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।
353858886_1369752636924083_7785168706487286879_n
353858886_1369752636924083_7785168706487286879_n
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস এবং নারীর ক্ষমতায়ন তুলে ধরে কবিতা, গান এবং নৃত্যের মনোরম উপস্থাপনা অতিথিদের মুগ্ধ করে। মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে শিল্পীরা বাংলাদেশ ও এ দেশের জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বাংলা গানের সাথে নৃত্য পরিবেশন একটি ভিন্ন মাত্রা যোগ করে। অতিথিরা বাংলা সংস্কৃতির এক অনন্য উপস্থাপনা উপভোগ করেন। নৈশভোজে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আয়োজকরা অতিথিদের ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, ঢাকায় কানাডা এবং উরুগুয়ের সাথে যৌথভাবে "শান্তিরক্ষায় নারী" শীর্ষক জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রস্তুতি সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন জাতিসংঘের | আন্ডার | সেক্রেটারি | জেনারেলগণের | সম্মানে | নৈশভোজ