আর্কাইভ থেকে ফুটবল

সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে যেসব সমীকরণ

সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে যেসব সমীকরণ
দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের দৌড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। এর আগে গত দুই সাফে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাওয়ার কাছাকাছি থেকে শেষ ম্যাচে তরী ডুবিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ পার হতে পারলেই ২০০৯ সালের পর আবার সেমিফাইনালে খেলবে জামাল ভূঁইয়ারা। প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের সামনে আছে বেশ কিছু সমীকরণ। আজ  বুধবার গ্রুপের শেষ ম্যাচে ভুটানের সঙ্গে জয় বা ড্র করলেই লক্ষ্যপূরণ। জামালদের কোনটা করতে হবে তা ঠিক করতে অপেক্ষা করতে হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বিকেল চারটায় লেবানন–মালদ্বীপ ম্যাচ পর্যন্ত। লেবানন বনাম মালদ্বীপ ম্যাচ ড্র হলে মালদ্বীপের পয়েন্ট হবে ৪। ভুটানের সঙ্গে ড্র করলে বাংলাদেশেরও ৪ পয়েন্ট হবে। দুই দলের গোলগড়ও হবে সমান। তবে মালদ্বীপের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় থাকার কারণে বাংলাদেশই উঠবে সেমিফাইনালে। মালদ্বীপকে হারালে লেবানন সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে যাবে সেমিতে। সে ক্ষেত্রে দ্বিতীয় সেরা হয়ে সেমির টিকিট পেতে ভুটানের সঙ্গে ড্র করলেই চলবে হাবিয়ে কাবরেরা শিষ্যদের। এমনকি ভুটানের কাছে হারলেও সেমির লড়াইয়ে থাকবে বাংলাদেশ, যদি মালদ্বীপ হারে লেবাননের কাছে। বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান তিন দলেরই তখন পয়েন্ট হবে সমান ৩।

এ সম্পর্কিত আরও পড়ুন সেমিফাইনালে | যেতে | বাংলাদেশের | সামনে | যেসব | সমীকরণ