আর্কাইভ থেকে ফুটবল

‘ফুই ক্লিয়ার’ পুরস্কার পেলেন নেইমার

‘ফুই ক্লিয়ার’ পুরস্কার পেলেন নেইমার
কাতার বিশ্বকাপের সেই কালো স্মৃতি হয়তো এখনো ভুলতে পারেনি নেইমার জুনিয়র। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে ব্রাজিল বিদায় নিলেও সেই ম্যাচে নেইমার করেছিল অন্যতম এক রেকর্ড। ব্রাজিলের ইতিহাসের সব থেকে বেশি গোলদাতা হিসেবে পেলের ৭৭ গোলের পাশে লেখিয়েছেন নিজের নাম। তবে এরপর আর মাঠে নামা হয়নি ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। বিশ্বকাপের পর পিএসজির হয়ে খেলার সময় চোটে পড়ে এখনো মাঠে ফিরতে পারেননি নেইমার। তবে এত সব বিপর্যয়ের মধ্যেও স্বীকৃতি পেলেন তিনি। নেইমার এই স্বীকৃতি পেয়েছেন ব্রাজিলের ফুটবলের অবদান রাখার জন্য দেওয়া ‘ফুই ক্লিয়ার’ এর বার্ষিক পুরস্কারে। যেখানে তিনি পেয়েছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল ও ‘অ্যাসিস্ট’ এর পুরস্কার। পুরস্কার হাতে নেইমার বলেছেন, ‘এখানে আসাটা সম্মানের। আমি মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর চোটে পড়ি। আমাকে থেমে যেতে হয় এবং আমি ভালোভাবে ফিরে আসার চেষ্টা করছি।’ ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ‘এই গোলগুলো করতে পারব আমি তা স্বপ্নেও ভাবিনি। আমার স্বপ্ন ছিল ব্রাজিলের জার্সি পরে খেলা।’
নেইমারের সঙ্গে এদিন পুরস্কার অনুষ্ঠানে দেখা যায় থিয়াগো সিলভাকেও। পরে সিলভার সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবিও শেয়ার করেছেন এ ফরোয়ার্ড। যেখানে নেইমার লিখেছেন, ‘আমি তোমার ভক্ত’।  

এ সম্পর্কিত আরও পড়ুন ফুই | ক্লিয়ার | পুরস্কার | পেলেন | নেইমার