আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপে অংশগ্রহ করতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পিসিবি

বিশ্বকাপে অংশগ্রহ করতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পিসিবি
চলতি বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ।  আসন্ন এই আসরে অংশ নেয়ার অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও অনাপত্তিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে পিসিবি। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, পাকিস্তান ক্রিকেট দলকে ভারত বিশ্বকাপে অংশগ্রহনের অনুমতি দেওয়া হবে কিনা। অনুমতি দিলে পাকিস্তানের পাঁচটি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যু নিয়ে কোনো সংশয় থাকলে সেটিও জানতে চাওয়া হয়। একইসঙ্গে পাকিস্তান সরকার নিরাপত্তার জন্য কোন প্রতিনিধি পাঠাবে কি না, সে বিষয়েও পরামর্শ চাওয়া হয়েছে প্রেরিত চিঠিতে। পিসিবির এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পর, আমাদের পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের উদ্দেশ্যে আন্তঃপ্রাদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুলিপির মাধ্যমে ছাড়পত্রের অনুমোদন চাওয়া হয়।’ সেখানে আরও বলা হয়, ‘ভারতের নির্ধারিত ভেন্যুতে খেলতে যাওয়ার বিষয়টি পাকিস্তান সরকারের ওপর নির্ভর করছে। পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটিই আমরা মেনে নিতে বদ্ধপরিকর। পরবর্তী পদক্ষেপের পরামর্শ দেওয়ার আগে এটি সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে তারা কোন প্রক্রিয়ায় সামনে অগ্রসর হবে। এ জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শনে ও আয়োজকদের সাথে বৈঠক করতে অগ্রিম দল পাঠাতে হয়, সেটি সম্পূর্ণরূপে সরকারের সিদ্ধান্ত।’    

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপে | অংশগ্রহ | করতে | সরকারের | সিদ্ধান্তের | অপেক্ষায় | পিসিবি