আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েল সেনাবাহিনীর বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০ জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বাসিন্দারা জানিয়েছে, সোমবার (৩ জুলাই) সকালে ইসরায়েল সেনাবাহিনী চারটি বিমান দিয়ে জেনিনে হামলা চালায়। এতে অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়ে তা থেকে ধোঁয়া উড়ছে। এছাড়া ইসরায়েল সেনাবাহিনীর একটি সাজোয়া যান শরণার্থী শিবিরে প্রবেশের খবর পাওয়া যাচ্ছে। জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মাহমুদ আল সাদি বলেন, বিমান দিয়ে বোম হামলাও চালানো হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ২ দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০ জন। আহতের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি সশস্ত্রবাহিনীর ইসরায়েল সেনাবাহিনীর একটি কমান্ড সেন্টার আক্রমণ করে। এতে সেনাবাহিনীর একটি গ্রুপ তাদের ওপর পাল্টা হামলা চালালে এ ঘটনা ঘটে। আল জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম যিনি অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাতে কাজ করেন। তিনি বলেন, ইসরায়েল সেনাবাহিনী পৃথক অভিযান চালিয়ে কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে এবং এ সময় কয়েকটি বিস্ফোরণ ডিভাইসও উদ্ধার করা হয়। গেলো মাসে জেনিন শরণার্থী ক্যাম্পে ফিলিস্তিনিদের নিজ হাতে তৈরি বিস্ফোরণে ৮ ইসরায়েলি সেনাবাহিনী আহত হয়। এরপর এই শরণার্থী ক্যাম্পে হামলা জোরদার করে ইসরায়েল বাহিনী।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলি | বিমান | হামলায় | ২ | ফিলিস্তিনি | নিহত