আর্কাইভ থেকে ঢালিউড

সন্তানের নামও ঠিক করেছেন রাজ-পরীমণি

সন্তানের নামও ঠিক করেছেন রাজ-পরীমণি

চমকে যাওয়ার মতোই খবর দিলেন পরীমণি। আজ ১০ জানুয়ারি নায়িকা নিজেই জানিয়েছেন তার মা হতে যাওয়ার খবর। নায়িকার সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ। এও জানা গেল, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী।

অন্তঃসত্ত্বার খবরের পর এবার জানা গেছে, অনাগত সন্তানের নামও ঠিক করেছেন রাজ-পরী। তারা জানান, মেয়ে সন্তান হলে তার নাম রাখবেন রাণী, আর ছেলে হলে নাম হবে রাজ্য।

সুসংবাদ শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরী জানান, জানেন, এই খবরটি শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি।

জানা গেছে, গত বছর নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুনিন’ ছবির  কাজ করতে গিয়ে ঘনিষ্ঠ হন রাজ-পরী। সেখান থেকেই ভালোলাগ, ভালোবাসা এবং বিয়ে। চার মাসের মাথায় সন্তানের খবরসহ বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনলেন নায়িকা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন সন্তানের | নামও | ঠিক | করেছেন | রাজপরীমণি