আর্কাইভ থেকে ক্রিকেট

আফগানদের বিপক্ষে অল্প পুঁজি বাংলাদেশের

আফগানদের বিপক্ষে অল্প পুঁজি বাংলাদেশের
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফগান বোলারদের বোলিং তোপে অল্প রান তুলতে পারলো বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের খেলা কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে মাত্র ১৬৯ রান। বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানের মাথায় ২১ বলে ১৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তাঁর বিদায়ের পর দলীয় ৬৫ রানে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার দাসও। আউট হওয়ার আগে লিটন করেন ৩৫ বলে ২৬ রান।  লিটনের ফেরার পর টিকতে পারেননি নাজমুল হোসেন শান্তও। দলীয় ৭২ রানে ১২ রান করে তিনিও আউট হন। ৩ উইকেট হারানো বাংলাদেশকে  চাপ মুক্ত করার চেষ্টা করছিলেন সাকিব আল হাসান। তবে টিকতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। মোহাম্মদ নবির শিকার হয়ে ৩৮ বলে ১৫ রান করে থামেন তিনি। সাকিবের বিদায়ের পর মুশফিক এসেও টিকতে পারেননি। মাত্র ১ রান করেই রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরলেন এই মিডল অর্ডার ব্যাটার। এরপর আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজও যথাক্রমে ৪ ও ৫ রান করে ফিরে যান।  

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানদের | বিপক্ষে | অল্প | পুঁজি | বাংলাদেশের