আর্কাইভ থেকে ক্রিকেট

তামিমের অবসর নিয়ে বিসিবির বক্তব্য

তামিমের অবসর নিয়ে বিসিবির বক্তব্য
ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা  দিয়েছেন দেশের অন্যতম তারকা ব্যাটার এবং দেশের সর্বকালের সেরা ওপেনার হিসাবে বিবেচিত তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামে তাড়াহুড়া করে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্না ভেজা চোখে অবসরের ঘোষণা দেন তামিম। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনার প্রধান জালাল ইউনুস বলেন, ‘এ নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। আমরা বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব, তামিমের সঙ্গেও কথা বলব। তারপর ৮ জুলাই এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’ বোর্ড পরিচালক বলেন, ‘তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’ জালালের মতে, তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতো। বোর্ড থেকে তামিমকে সিদ্ধান্ত বদলের জন্য কোন অনুরোধ জানানো হবে কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’

এ সম্পর্কিত আরও পড়ুন তামিমের | অবসর | নিয়ে | বিসিবির | বক্তব্য