আর্কাইভ থেকে অপরাধ

সৌদিতে সেফহোমে গৃহকর্মীদের যৌন নির্যাতন, উপ-সচিব বরখাস্ত

সৌদিতে সেফহোমে গৃহকর্মীদের যৌন নির্যাতন, উপ-সচিব বরখাস্ত
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফহোমে আশ্রয় নেয়া গৃহকর্মীদের যৌন নির্যাতন ও ধর্ষণের দায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-সচিব মো. মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে। রিয়াদ দূতাবাসে কাউন্সেলরের দায়িত্বে থাকার সময় গৃহকর্মীদের যৌন নির্যাতন ও ধর্ষণ করেন তিনি। আজ বৃহস্পতিবার (৬জুলাই) তাকে চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি ২১তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাকে এর আগে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে রাখা হয়েছিল। তদন্তসহ সব প্রক্রিয়া সেরে বৃহস্পতিবার তার চাকরিচ্যুতির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিয়াদ দূতাবাসের সেইফহোমে আশ্রিত কতিপয় গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ সংশ্লিষ্ট দূতাবাসের তদন্তে প্রমাণিত হওয়ায় মেহেদী হাসানকে ওই পদ থেকে ২০২১ সালের ২৪ জানুয়ারি অবমুক্ত করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদিতে | সেফহোমে | গৃহকর্মীদের | যৌন | নির্যাতন | উপসচিব | বরখাস্ত