আর্কাইভ থেকে টুকিটাকি

নবজাতকের শরীরে মিললো প্রচুর তামাক!

নবজাতকের শরীরে মিললো প্রচুর তামাক!
সবেমাত্র পৃথিবীর আলো দেখেছিল শিশুটা। কিন্তু সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় জরুরি অবস্থা। একরত্তি সদ্যজাতের প্রাণ বাঁচানো রীতিমতো প্রশ্নের মুখে দাঁড়ায়। কারণ ঠিকভাবে কাজই করতে পারছে না হৃৎপিণ্ড। কী হয়েছিল? চিকিৎসকরা তা ঠিকভাবে বুঝেও উঠতে পারেননি। শিশুর ওই হাল দেখে সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। পরে পরিস্থিতি আরও গুরুতর হতে গুজরাটের আমেদাবাদে আরও ভালো হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছেই জানা গেল আসল রহস্য। সদ্যজাতের রক্তপরীক্ষা করে মিলল প্রচুর পরিমাণে নিকোটিন। সাধারণ প্রাপ্তবয়স্ক মানু্ষের শরীরে যতটা নিকোটিন থাকার কথা, তার থেকে তিন হাজার গুণ বেশি নিকোটিনের সন্ধান পান চিকিৎসকরা। রক্তের মধ্যে ৬০ মিলিলিটার নিকোটিন ছিল ওই শিশুর। কিন্তু সদ্যজাত শিশুর মধ্যে নিকোটিন আসবেই বা কী করে? এই ব্যাপারে মাকেই সন্দেহ করেন চিকিৎসকরা। ইতিমধ্যে শিশুটির জন্মদাত্রীর চিকিৎসক যিনি, তার সঙ্গে কথা বলেন চিকিৎসকরা। তখনই জানা যায়, শিশুটির মা ‘মাঝে মাঝেই’ তামাকজাত দ্রব্য চেবাতেন। গর্ভাবস্থাতেও সেই অভ্যাস ছাড়তে পারেননি ওই মহিলা। যার ফলে ভ্রুণের শরীরে ঢুকে যায় নিকোটিন। ঘটনার পর চিকিৎসকরা জানতে পারেন, রোজ অমন ১০ থেকে ১৫টি প্যাকেট তামাকজাত দ্রব্য চেবানোর অভ্যাস ছিল মহিলার। গর্ভাবস্থাতেও সেই অভ্যাস জারি ছিল। সদৎজাতের জন্মের পরেই কী উপসর্গ দেখা যায়? চিকিৎসকদের কথায়, প্রসবের পরে শিশুর কাঁদার কথা। কিন্তু এই শিশুটির কান্নাই হয়নি। এমনকী সঙ্গে সঙ্গে তার চেহারাও নীল হয়ে যেতে থাকে। গত ২০ জুন মেহসানা হাসপাতালে এই ঘটনা ঘটে। প্রসবের পরেই শিশুর হার্টের অবস্থা ছিল খারাপ। শুধু তাই নয়, রক্তের চাপও খুব দ্রুত ওঠানামা করতে শুরু করেছিল। যার ফলে যেকোনও সময় মারা যেতে পারত শিশুটি। তবে শিশুরোগে বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানোর শিশুর অবস্থা অনেকটাই স্থিতিশীল। পাঁচ দিন পর শিশুটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা গিয়েছে। প্রথমে চিকিৎসকরা ভেবেছিলেন, শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হয়েছিল। সদ্য মায়ের স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছ থেকে জানা যায়, মহিলাটির অ্যাজমা ছিল। কিন্তু নাহ, তার জন্য শিশুর এমন সমস্যা হয়েছে তা নয়। তার পরেই জানা গেল, তামাকপাতা চিবোনোর কথা। রোজ অত্যাধিক হারে তামাক চিবোনোর কারণেই শিশুর রক্তে এর পরিমাণ বেড়ে গিয়ে বিপদের কারণ হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন নবজাতকের | শরীরে | মিললো | প্রচুর | তামাক