চতুর্থ স্বামীর নাম শুনতেও চান না। দিন কয়েক আগেই শরিফুল রাজের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন পরীমণি। ডিভোর্সে কথাও ফলাও করেই ঘোষণা করেছিলেন এ অভিনেত্রী। এবার শরিফুল রাজ প্রসঙ্গ ‘অতীত’ হতেই বাংলাদেশের প্রাক্তন এক ক্রিকেটারের তরফ থেকে ‘বউ’ হওয়ার প্রস্তাব এল পরীমণির কাছে।
ব্যক্তিগতজীবনে পরীর টানাপোড়েনের অন্ত নেই। কখনও মাদক বিতর্কে জড়িয়ে শ্রীঘরে কাটাতে হয়েছে তো কখনও বা আবার পুলিশ অফিসারের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে তার। তবে শরিফুল রাজকে বিয়ে করে সুখের ঘরকন্না করতে চেয়েছিলেন নায়িকা। তাদের এক খুদে সন্তানও রয়েছে- রাজ্য। এখন পরীমণির জগৎ তাকে ঘিরেই। চতুর্থ স্বামীর সঙ্গে মুখ দেখাদেখি প্রায় বন্ধ। তাছাড়া অভিনেত্রীর ব্যক্তিগতজীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের অন্ত নেই! এসবের মাঝেই এক শোয়ে সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন তিনি। তাও আবার বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের তরফে। যা নিয়ে নেটপাড়ায় এখন তুমুল আলোচনা।
সম্প্রতি এক শোয়ে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আশরাফুলের মুখোমুখি হয়েছিলেন পরীমণি। রসিকতার ছলেই দারুণ এগোচ্ছিল সাক্ষাৎকার। তার মাঝেই হঠাৎ পরীমণিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন আশরাফুল। বলেন, “আমার বাড়িতে বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আপনি কি আমাকে বিয়ে করবেন?” গোটা ঘটনাটা অবশ্যই মজাচ্ছলে ঘটেছে। পরীমণিও বেশ উপভোগ করেছেন। এই সাক্ষাৎকারের পর ঢালিউডেও জল্পনার অন্ত নেই! তাহলে কি পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরীমণি? এ প্রশ্নে এখন সরগরম দেশের বিনোদনদুনিয়া।
এ সম্পর্কিত আরও পড়ুনবউ | হওয়ার | প্রস্তাব | পেলেন | পরীমণি | পাত্র | কে