মাঝ রাতে বরগুনা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত না হলেও তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
রোগীরা জানায়, রাত দেড়টার দিকে সব রোগী ঘুমাচ্ছিল। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং চারপাশে ধোঁয়া দেখতে পায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা রোগীদের দ্রুত নিচে নামতে বলেন।
এ সময় আশপাশে ধোঁয়া এবং পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। মানুষের ডাকাডাকিতে ঘুম ভাঙে অনেকের।
বরগুনা সদর থানার পুলিশ জানায়, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে যাই। তারপর বিদ্যুৎ বিভাগকে ঘটনাটি জানালে তারা এই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।