আর্কাইভ থেকে জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি ছাড়া অন্য কারও মাথাব্যথা নেই : তথ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি ছাড়া অন্য কারও মাথাব্যথা নেই : তথ্যমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি ছাড়া অন্য কারও মাথাব্যথা নেই। এ ছাড়া আমাদের নির্বাচন কমিশন খুবই শক্তিশালী, তারা খুবই সক্রিয়। তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের সময়ে আমাদের মন্ত্রণালয় কী ভূমিকা রাখবে, সেটি জানতে চেয়েছে। আমরা বলেছি, বাংলাদেশের মিডিয়া হচ্ছে প্রাইভেট। বাংলাদেশে বিটিভি একটি চ্যানেল, আর ৩৫টি প্রাইভেট চ্যানেল সম্প্রচারে আছে। তিনি বলেন, ইউরোপের যেসব দেশ থেকে তারা এসেছেন, একজন গ্রিস, আরেকজন ইতালি ও আরেকজন পর্তুগাল থেকে। সেখানেও যে সরকার ক্ষমতায় থাকে, তারাই নির্বাচন পরিচালনা করে। আইনানুসারে আমাদের দেশেও তাই হবে। আমরা তাদের সেটি জানিয়েছি। কিন্তু নির্বাচনের সময় সরকারের রুটিন কাজ করা ছাড়া আর কোনো ক্ষমতা থাকে না। সরকারের সমস্ত প্রতিষ্ঠানগুলো, যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের চাকরি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়। সেটি তাদের জানিয়েছি। বিরোধীদলকে নির্বাচনে আনা নিয়ে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তাদের বলেছি। তাদের পর্যবেক্ষক মিশন আসার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করতেই এসেছে। বিরোধীদলকে নির্বাচনে আনতে তারা এখানে আসেনি। আমি তাদেরকে বলেছি, আমরা চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপির বিক্ষোভ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে তিনি বলেন, আমরা দেশে কাউকে বিশৃঙ্খলা করতে দেব না। বিএনপির উদ্দেশ্য হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সাপের খোলস বদলানোর মতো। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন তত্ত্বাবধায়ক | সরকার | নিয়ে | বিএনপি | ছাড়া | অন্য | কারও | মাথাব্যথা | নেই | | তথ্যমন্ত্রী