আর্কাইভ থেকে ক্রিকেট

তামিমের অবসর কাণ্ড নিয়ে যা বললেন সাকিব

তামিমের অবসর কাণ্ড নিয়ে যা বললেন সাকিব
সপ্তাহখানেক আগে আচমকা ক্রিকেট থেকে অবসের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।  টাইগার অধিনায়কের অবসর ও অবসর ভেঙে ফেরা কাণ্ডের প্রভাব টাইগারদের ওপর পড়েছে কিনা, এমন শঙ্কাও জেগেছিল। এদিকে ওয়ানডে সিরিজের পর শুক্রবার (১৪ জুলাই) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। তাঁর আগে সংবাদ সম্মেলনে সাকিবকে তামিমের অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তামিমের অবসরের সেই ঘটনায় দলের ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবের  বলেন, ‘আসলে বাইরে থেকে দেখে অনেক কিছু মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কখনোই মনে হয় না, আমরা আনসিকিউরড ছিলাম কিংবা এখন আছি। আমি মনে করি পরিবেশ সবসময় ভালো আছে।’ সাকিব আরও বলেন, ‘ফলের কারণেই আপনারা সবসময় বলেন ড্রেসিংরুমের অবস্থা ভালো না খারাপ। আমার কাছে মনে হয় না জিতি বা হারি ড্রেসিংরুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয়। আমাদের চেষ্টা থাকে, সবসময় ইতিবাচক খেলে উন্নতি করার; দলের হয়ে অবদান রাখার।’  

এ সম্পর্কিত আরও পড়ুন তামিমের | অবসর | কাণ্ড | নিয়ে | সাকিব