আর্কাইভ থেকে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলার যুবারা

ব্যাটিং বিপর্যয়ে বাংলার যুবারা

অনুর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জয় বাংলাদেশের। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রাকিবুল হাসান। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছে রাকিবুল হাসান বাহিনী।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে দলীয় ৬ রানে বিদায় নেন মাহফিজুল ইসলাম। ব্যক্তিগত ৩ রানে তাকে শিকারে পরিণত করেন বয়ডেন। মাহফিজুল বিদায় নিলে স্কোর বোর্ডে আর এক রান করে বাংলাদেশ। এরপর পরের দুটি উইকেট পড়লেও স্কোর বোর্ডে কোনো রান উঠেনি যুবা টাইগারদের। আরিফুল ইসলাম ৪ রানে সাজঘরে ফিরলেও প্রান্তিক নওরোজ নাবিল নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। আইচ মোল্লা ও মো. ফাহিম টিকে থাকার চেষ্টা করলও পারেন নি ফাহিম। মাত্র এক রান করেন তিনি।

অথচ প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ে আত্মবিশ্বাসী ছিল ইয়াং টাইগাররা। ইংলিশদের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করাই লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের, জানান অধিনায়ক রাকিবুল হাসান।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল: মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোঃ ফাহিম, আবদুল্লাহ আল মামুন, এসএম মেহেরব, আশিকুর রহমান, রাকিবুল হাসান (অধিনায়ক), নাইমুর রোহমান, রিপন মন্ডল।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: জর্জ থমাস, জ্যাকব বেথেল, টম প্রেস্ট (অধিনায়ক), জেমস রিউ, উইলিয়াম লুক্সটন, জর্জ বেল, + অ্যালেক্স হর্টন, জেমস সেলস, টমাস অ্যাসপিনওয়াল, ফতেহ সিং, জোশুয়া বয়েডেন।

হাসিব মোহাম্মদ

 

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যাটিং | বিপর্যয়ে | বাংলার | যুবারা