আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়, বলার থাকলে ইসিতে গিয়ে বলবে

বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়, বলার থাকলে ইসিতে গিয়ে বলবে
নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপ করার বিষয়ে বিদেশিরা এখন পর্যন্ত কোনো কথা বলেননি। তবে রাজনীতিতে আলোচনা হতেই পারে। কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ সংলাপ নিয়ে কোনো কথা বলেননি এবং বিএনপিও বলেনি। সংলাপের বিষয় কথা বলছেন দেশের কিছু কুশিলব। তাদের কথায় সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো সংলাপ হবে না। বিএনপির কিছু বলার থাকলে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে বলবে। বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। রোববার (১৬ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অন্যদেশের হস্তক্ষেপ বা প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না এবং বাংলাদেশের নির্বাচন হবে না। হাছান মাহমুদ বলেন, ১/১১ এর পর দেশে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেই পথে আর যাবে না বাংলাদেশ। কিন্তু কিছু কুশিলব আছেন যারা এটা নিয়ে দেশে এবং বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে। তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। কারণ বাংলাদেশ চলবে নিজেদের সংবিধান অনুযায়ী। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী একটি নির্বাচনকালীন সরকার হবে, যেই সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। কিন্তু নির্বাচনের সব দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। এর কোনো ব্যত্যয় হওয়ার প্রশ্নই আসে না।  

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | সঙ্গে | কোনো | সংলাপ | বলার | থাকলে | ইসিতে | গিয়ে | বলবে