আর্কাইভ থেকে আইন-বিচার

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪ আইনজীবী

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪ আইনজীবী
আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের (হাইকোর্ট পারমিশন) জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১১৪ জন আইনজীবী। তৃতীয় পরীক্ষকের যাচাইয়ের জন্য ১৯৬ আইনজীবীর ফলাফল স্থগিত (পেন্ডিং) রাখা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদারের সইয়ে এটি প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী, পেন্ডিং লিস্টে থাকা আইনজীবীদের খাতা তৃতীয় পরীক্ষক কর্তৃক যাচাই শেষে ফলাফল ঘোষণা করবে বার কাউন্সিল। এরপর মৌখিক পরীক্ষা হবে। সেখানে উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য অনুমতিপ্রাপ্ত হবেন। গেলো ৪ মার্চ আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন হাইকোর্ট | পারমিশন | লিখিত | পরীক্ষায় | উত্তীর্ণ | ১১১৪ | আইনজীবী