অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাজে শুরু করেছে বাংলাদেশ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মুখোমুখে হবে কানাডা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাসেটেরে ম্যাচটি শুরু হবে ঢাকার সময় সন্ধ্যা সাতটায়।
প্রথম ম্যাচে ইংল্যান্ড যুবাদের বিপক্ষে টিকতেই পারেনি রাকিবুল হাসানের দল। ১১ জন ব্যাটারের মধ্যে দুই অঙ্কের মুখ দেখেন মাত্র ৪ জন। এর মধ্যে একমাত্র শেষ ব্যাটার রিপন মণ্ডল ছাড়া আর কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। তাতে ৩৫ ওভার দুই বলে সব উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় টাইগার তরুণরা।
জবাবে ২৫ ওভার এক বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এস এম মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাঈমুর রহমান নয়ন।
হাসিব মোহাম্মদ