আর্কাইভ থেকে বাংলাদেশ

কোপা দেল রের থেকে বার্সেলোনার বিদায়

কোপা দেল রের থেকে বার্সেলোনার বিদায়

১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নিল বার্সেলোনা।

বৃহস্পতিবার এস্তাদিও সান মামেসে রোমাঞ্চে ঠাসা তেমনই এক ম্যাচ দেখলেন ফুটবলপ্রেমীরা। ৫ গোলের থ্রিলারে শেষ হাসি ফুটল অ্যাথলেটিক বিলবাও। ম্যাচজুড়েই ছিল আক্রমণ-প্রতিআক্রমণের লড়াই।

গোলের ৭ শট নিতে পেরেছে বার্সা। যার তিনটি ছিল লক্ষ্যে। বিপরীত দিকে বিলবাও ১৯টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। বক্সের ডান পাশে বলটা পেয়ে দুর্দান্ত এক কোনাকুনি শটে বার্সা রক্ষণকে পরাস্ত করেন ইকার মুনিয়াইন।

২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান তরেস। বক্সে বল পেয়ে ডান পায়ের বাঁকানো এক শটে পান বার্সার জার্সি গায়ে প্রথম গোলের দেখা।

১-১ গোলে বিরতিতে যায় দুদল।

বিরতির পর বিলবাওয়ের কাছে ৮৫ মিনিটে হার মানেন জার্মান গোলরক্ষক। বিলবাওয়ের ফ্রি কিক থেকে আলেহান্দ্রো রামিরোর হেডার স্টেগেনের কোমরে লাগে। তবে বল ইনিগো মার্টিনেজের পায়ে লেগে জড়ায় বার্সার জালে।

২-১ গোলে পিছিয়ে থাকা বার্সাকে যোগ করা সময়ে ফের সমতায় ফেরান পেদ্রি গনজালেস। তবে সেটি স্থায় হয়নি বেশি সময়। বক্সের ডান পাশ থেকে দানি আলভেস দারুণ এক ওভারহেড কিকে পাওয়া বলে আগুনে শট নেন গনজালেস। তা জড়ায় বিলবাওয়ের জালে। ২-২ সমতায় ম্যাচটা গড়ায় অতিরিক্ত সময়ে।

১০৫ মিনিটে বার্সার ডি-বক্সে নিকো উইলিয়ামসের শটে হাত লাগিয়ে বসেন জর্দি আলবা। ভিএআর দেখে এসে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করেন মুনিয়াইন।

লা লিগার রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিদায় দেখলেন ফুটবলপ্রেমীরা।

সুপারকোপায় রিয়ালের বিপক্ষে নির্ধারিত সময়ে দুই বার পিছিয়ে পরেও সমতা ফেরায় বার্সা, তবে অতিরিক্ত সময়ের গোলের জবাবটা আর দিতে পারেনি শেষমেশ, কোপা দেল রে-তেও হলো একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন। তাতে বার্সা ম্যাচটা হারল ৩-২ গোলে। বিদায়ও নিশ্চিত হলো কোপা দেল রে থেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন কোপা | দেল | রের | বার্সেলোনার | বিদায়