আর্কাইভ থেকে বাংলাদেশ

আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২১ জানুয়ারি থেকেই এ নির্দেশ কার্যকর। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেবে।   জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের করোনা পরিস্থিতি আশঙ্কাজনক। তাই সরকার নতুন বিধিনিষেধ জারি করেছে। একশ জনের অধিক লোক নিয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ। সামাজিক ও দর্মীয় অনুষ্ঠানে একশর বেশি মানুষ অংশ নিতে পারবে না। অফিস ও কলকারখানায় করোনার সনদ বাধ্যতামূলক।

তিনি বলেন, করোনার টিকার সনদ ও টেস্ট রিপোর্ট নিয়ে বই মেলা ও বাণিজ্য মেলায় যেতে হবে।

মন্ত্রী বলেন, মসজিদ, বাজার, শপিংমল, লঞ্চ ও ট্রেনস্টেশনসহ জনসমাগমে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন আগামী | দুই | সপ্তাহ | শিক্ষাপ্রতিষ্ঠান | বন্ধ | থাকবে | | স্বাস্থ্যমন্ত্রী