আর্কাইভ থেকে আইন-বিচার

এ্যানী ও আবুল খায়েরসহ বিএনপির ১৯ নেতার জামিন

এ্যানী ও আবুল খায়েরসহ বিএনপির ১৯ নেতার জামিন
লক্ষ্মীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আবুল খায়ের ভূঁইয়াসহ ১৯ জনের ৬ সপ্তাহের আগাম জামিন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে হবে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গেলো ১৮ জুলাই লক্ষ্মীপুরে এক দফা দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও কৃষকদলের এক কর্মী নিহত হয়। পরে ১৯শে জুলাই বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে এবং পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে দুই হাজারের অধিক অজ্ঞাত আসামি করা হয়। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন এ্যানী | ও | আবুল | খায়েরসহ | বিএনপির | ১৯ | নেতার | জামিন