আর্কাইভ থেকে জাতীয় পার্টি

‘সরকারের নির্বাচন নিয়ে বক্তব্যের সঙ্গে একমত নয় জাতীয় পার্টি’

‘সরকারের নির্বাচন নিয়ে বক্তব্যের সঙ্গে একমত নয় জাতীয় পার্টি’
সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করা যাবে না- সরকারের এমন বক্তব্যের সঙ্গে জাতীয় পার্টি একমত নয়। বলেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতীয় পার্টির বার্ষিক হিসাব প্রতিবেদন জমা দিয়ে এ কথা বলেন তিনি। রেজাউল ইসলাম বলেন, দেশের জনগণ সকল শক্তির উৎস, জনগণের চাহিদায় পূর্বে অনেক নির্বাচন সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। তিনি বলেন, এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি জানান, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নয়, আবার এই সরকারের অধীনেও নির্বাচন চায় না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ সংলাপ প্রয়োজন। দেশে সমাবেশের নামে যাতে কোনো সংঘাত তৈরি না হয়, সেই প্রত্যাশা জাতীয় পার্টির বলেও জানান তিনি। নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমের কাছে এ সময় আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি। এতে গেলো বছরের জন্য ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা আয় এবং ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে।   এসি/

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারের | নির্বাচন | নিয়ে | বক্তব্যের | সঙ্গে | একমত | জাতীয় | পার্টি