আর্কাইভ থেকে এশিয়া

যুদ্ধ নিয়ে আলোচনার প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করছে না : পুতিন

যুদ্ধ নিয়ে আলোচনার প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করছে না : পুতিন
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করার প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করছে না। আফ্রিকার নেতারা আলোচনার যে প্রস্তাব দিয়েছেন সেটি শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা ইউক্রেন সংকট নিরসনের জন্য শুক্রবারের বৈঠকে যে প্রস্তাবনা তুলে ধরেন প্রেসিডেন্ট পুতিন তা মনযোগ দিয়ে শোনেন। সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আফ্রিকার নেতারা যে প্রস্তাব দিয়েছেন তা শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি প্রক্রিয়ার ভিত্তি হতে পারে। বিষয়টি নিয়ে তিনি আফ্রিকার নেতাদের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে কথা বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, প্রত্যেকে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তারা সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছেন। পুতিন বলেন, আলোচনার জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। তিনি আরো বলেন, আফ্রিকার নেতাদের প্রস্তাবে এমন কিছু বিষয় রয়েছে যার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কিন্তু বাকি এমন আরো কিছু বিষয় রয়েছে সেগুলোর বাস্তবায়ন কঠিন অথবা অসম্ভব। রুশ প্রেসিডেন্ট বলেন, তাদের প্রস্তাবের একটি ধারা হচ্ছে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। কিন্তু ইউক্রেন এখন আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে। তারা ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। যখন ইউক্রেন হামলা চালাচ্ছে তখন রুশ সেনাদের পক্ষে অস্ত্রবিরতি করা সম্ভব নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন যুদ্ধ | নিয়ে | আলোচনার | প্রস্তাব | মস্কো | প্রত্যাখ্যান | করছে | | পুতিন