আর্কাইভ থেকে জাতীয়

প্রধানমন্ত্রীত্ব বড় কথা নয়, আমি মানুষের সেবক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীত্ব বড় কথা নয়, আমি মানুষের সেবক : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীত্ব বড় কথা নয়, আমি মানুষের সেবক। বঙ্গবন্ধুর মতো জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়াই একমাত্র লক্ষ্য। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ বছর দুই দপ্তর ও প্রশাসনের ২৮ জন কর্মকর্তাকে বঙ্গবন্ধু জনপ্রশাসন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপির সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতির কারণে দেশ ও অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দেয়। শেখ হাসিনা বলেন, একটা কথা মনে রাখবেন, মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি তাদের মনের বৈরিতা কিন্তু এখনো কেটে যাইনি। সেটা অতিক্রম করেই আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই আমার তৃণমূলের একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা কাজ করেছেন। প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশ আজ ২৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। সরকারপ্রধান বলেন, আজকের বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। একসময়ে আমি নিজেও পৃথিবী অনেক যেতাম এবং থাকতাম। কোথাও কোনো সেমিনারে অংশগ্রহণ করলে বাংলাদেশ শুনলে বলত বাংলাদেশ দুর্যোগের দেশ, বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ সম্পর্কে একটা বিরূপ ধারণা ছিল। এটা সত্যি খুব কষ্ট দিত।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধানমন্ত্রীত্ব | বড় | কথা | মানুষের | সেবক | | প্রধানমন্ত্রী