আর্কাইভ থেকে আবহাওয়া

তাপমাত্রা কমে বাড়বে শীত

তাপমাত্রা কমে বাড়বে শীত

দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমে আবারও শীত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়বিদ মো. শাহীনুল ইসলাম।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকলেও আজ থেকে তাপমাত্রা কমা শুরু হতে পারে। তাপমাত্রা কমার পর কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহও শুরু হতে পারে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আরও বলেন, চলতি মাসের শেষের দিন পর্যন্ত শীত থাকবে। তারপর আগামী মাসের শুরু থেকে আবার গরম শুরু হতে পারে। এর মধ্যে বৃষ্টি ও কুয়াশাও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।’

এছাড়া আজ চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ,জানান শাহীনুল ইসলাম।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন তাপমাত্রা | কমে | বাড়বে | শীত