আর্কাইভ থেকে ফুটবল

রোনালদোর সতীর্থ হলে সাদিও মানে

রোনালদোর সতীর্থ হলে সাদিও মানে
অনেক দিন থেকে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো। বায়ার্ন মিউনিখ থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সাদিও মানে। তাঁর সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবটি। সাবেক এই লিভারপুল তারকাকে কিনতে আল নাসরের খরচ হয়েছে ৩৪ মিলিয়ন পাউন্ড। তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করেছে নাসর। এছাড়াও ৩১ বছর বয়সী এই তারকাকে মোটা অঙ্কের বেতন দেবে প্রো লিগের ক্লাবটি। মানেকে প্রতি সপ্তাহে ৬ লাখ ৫০ হাজার পাউন্ড বেতন দিতে চেয়েছে আল নাসর। যার মানে প্রতি মৌসুমে ৩৪ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি। গত মৌসুমে ৩০ মিলিয়ন পাউন্ডে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন মানে। ক্লাবের অনিচ্ছায় জোর করেই অ্যানফিল্ড ছাড়েন তিনি। কিন্তু জার্মান ক্লাবটিতে মানে নিজের সেরাটা দিতে পারেননি। বিশ্বকাপের আগে বড় ইনজুরিতে মাঠের বাইরে কাটাতে হয়েছে মৌসুমের অর্ধেক সময়।

এ সম্পর্কিত আরও পড়ুন রোনালদোর | সতীর্থ | হলে | সাদিও | মানে