আর্কাইভ থেকে ইসলাম

সফলভাবে শেষ হলো বিমানের হজ কার্যক্রম

সফলভাবে শেষ হলো বিমানের হজ কার্যক্রম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০২৩ সালের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিমানের পোস্ট হজের শেষ ডেডিকেটেড ফ্লাইট ৩৬১২ সকাল ৯টা ১০ মিনিটে ৩৫৮ হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া শিডিউল ফ্লাইট বিজি ৩৩৬ এর মাধ্যমে একই দিন আরও ৫০ জন হাজি দেশে ফিরেছেন। এ বছর পোস্ট হজে বিমান মোট ১৬৮টি ফ্লাইটের মাধ্যমে ৫৯ হাজার ২৭৩ জন হাজি পরিবহন করেছে। গেলো ২৭ জুন পবিত্র হজ পালন শেষে ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। হজের ফিরতি ফ্লাইট শেষ হয় গতকাল বুধবার (২ আগস্ট)। এছাড়াও চলতি বছর বিমান প্রি-হজে ১৬০টি ফ্লাইটের মাধ্যমে মোট ৬১ হাজার ১৬৮ জন হজযাত্রী পরিবহন করেছিল। ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজ ফ্লাইট পরিচালিত হয়। এ বছরও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হজ ফ্লাইটকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। পবিত্র হজ পালন শেষে হাজিদের নির্বিঘ্নে দেশে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের সমাপনী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপত্বি করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। হজ অফিসের বুলেটিনে জানানো হয়, চলতি বছর ২৭ নারীসহ ১১৯ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করতে গিয়ে মারা গেছেন। এরমধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় দুজন, মিনায় ৯ জন, আরাফায় দুজন ও মুজদালিফায় একজন মারা যান। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সফলভাবে | শেষ | হলো | বিমানের | হজ | কার্যক্রম