বরাবরই স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ হয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। তার হাত ধরেই বলিউডে অভিষেক ঘটেছে আলিয়া ভাট্ থেকে অনন্যা পাণ্ডেদের। তিনি নাকি তারকা-সন্তান ছাড়া কাউকেই সুযোগ দেন না। অবশ্য করণ নিজেও বার বার তার বিরুদ্ধে ওঠা স্বজনপোষণের পক্ষে যুক্তি দিয়েছেন। বহু তারকা-সন্তানদের ক্যারিয়ার তৈরি করেছেন নিজের হাতে, এ বার করণ দায়িত্ব নিলেন শাহরুখ-কন্যা সুহানা খানের।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘দি আর্চিজ’। জোয়া আখতার পরিচালিত এই ছবির মাধ্যমেই ওটিটিতে পা রাখছেন সুহানা খান। এবার বলিউডের অন্দর নতুন খবরে সরগরম। শোনা যাচ্ছে, ওটিটির পর বড় পর্দাতেও পা রাখতে প্রস্তুত শাহরুখ-কন্যা। তা-ও আবার প্রেমের ছবিতে। এ দিক থেকে দেখলে, সুহানা একেবারেই বাবার পদাঙ্ক অনুসরণ করছেন। এবার সুহানার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিচ্ছেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ
চলতি বছরে বিনোদন জগতে তার ২৫ বছর পূর্ণ করছেন কর্ণ জোহর। সেই উপলক্ষেই পরিচালনায় ফিরেছেন তিনি। আলিয়া ও রণবীর সিংহকে নিয়ে তৈরি করেছেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। সাত বছরের বিরতির পর ফিরেই ছক্কা হাঁকিয়েছেন কর্ণ। এই ছবির সাফল্যের পর আর একটি ছবির প্রস্তুতি শুরু করছেন পরিচালক। প্রেমের ছবিই করবেন, তা-ও আবার সুহানা খানকে নিয়ে। বরাবরই তিনি বলে এসেছেন, শাহরুখ-কন্যা সুহানা তার নিজের মেয়ের তুলনায় কম কিছু নন।
‘দি আর্চিজ়’-এর প্রথম ঝলক মুক্তির পাওয়ার পর সুহানার জন্য তিনি গর্বিত, জানান করণ। ‘দি আর্চিজ়’ ওটিটিতে মুক্তি পাবে, কিন্তু সুহানার বড় পর্দায় অভিষেক হবে কর্ণের হাতেই। যদিও এখনই এই বিষয়ে পাঁচকান করতে চান না পরিচালক। তবে ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, চলতি বছরের শেষের দিকেই শুরু হবে শুটিং। প্রস্তুতি শুরু করেছেন সুহানা। এবার দেখার সুহানার বিপরীতে দেখা যাবে কাকে, কোনও তারকা-সন্তান, না কি নতুন কোনও অভিনেতাকে?