আর্কাইভ থেকে বাংলাদেশ

৩৬ ফাউলের ম্যাচে র্আর্জেন্টিনার জয়

৩৬ ফাউলের ম্যাচে র্আর্জেন্টিনার জয়

ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে চিলিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে মেসিহীন দলটি। আর্জেন্টিনার কাছে হেরে কাতার বিশ্বকাপে যাওয়ার পথটা আরো কঠিন করে তুললো চিলি। চিলির হয়ে একমাত্র গোলটি করেন বেন ব্রেন্টন দিয়াজ। এ জয়ে সব মিলিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইলো আলবিসেলেস্তরা। যার শুরুটা হয়েছিলো ২০১৯ সালের মাঝামাঝি সময়ে।

ম্যাচের দশম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এসিস্ট করেছিলেন রড্রিগো ডি পল। তবে ২১ মিনিটে বেন ব্রেরেটনের গোলে সমতায় ফেরে চিলি। ৩৪ মিনিটে আর্জেন্টিনাকে ফের এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ।

লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দু'দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এর ফলে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল তারা।

বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে, ১৫ ম্যাচে চিলির পয়েন্ট এখন ১৬। আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা আজ সাতবারের ব্যালন ডি'অরজয়ী লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে। করোনায় আক্রান্ত হওয়ায় ডাগআউটে ছিলেন না দলটির কোচ লিওনেল স্কলানিও।

জয় পরাজয়ের চেয়েও এ ম্যাচে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ফাউল। কারণ ম্যাচটিতে ছিলো ফাউলের ছড়াছড়ি। দু’দল মিলে করেছে মোট ৩৬টি ফাউল। চিলির ২০টির বিপক্ষে আর্জেন্টিনা করেছে ১৬টি ফাউল।

এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন ৩৬ | ফাউলের | ম্যাচে | র্আর্জেন্টিনার | জয়