ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) ৮টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ছয়দিনে মারা গেছেন ২৫ জন।
এছাড়া হাসপাতালের করোনা ইউনিটে মোট ৬৬ রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ২০১ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ২০৮ জন। এছাড়া টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৬ জন।
করোনা প্রতিরোধে ময়মনসিংহে টিকাদান কর্মসূচি চালু রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে বলেও জানান ডা. মুন।
মুক্তা মাহমুদ