আর্কাইভ থেকে বাংলাদেশ

কেনিয়ায় বোমা বিষ্ফোরণে নিহত ১৩

কেনিয়ায় বোমা বিষ্ফোরণে নিহত ১৩

আগে থেকে পেতে রাখা বোমা বিষ্ফোরণে কেনিয়ার সোমালিয়ায় নিহত হয়েছেন ১৩ বাসযাত্রী এবং আহত হয়েছেন বহু মানুষ।এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গেলো সোমবার (৩১ জানুয়ারি) সোমবার উত্তর-পূর্বে সোমালিয়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। 

কেনিয়ার উত্তর-পূর্ব মান্দেরা কাউন্টির পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়,  সোমবার ১৪ আসন বিশিষ্ট একটি মিনিবাস মানদেরা শহরের দিকে যাওয়ার সময় রাস্তায় পেতে রাখা বোমাটিকে আঘাত করে। এরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং আরোহীরা দগ্ধ হয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কেনিয়ার গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শোনা যায়। 

এছাড়া ওই অঞ্চলের পুলিশ প্রধান বুনেই রোনোকে উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যম বলেছে, বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

যদিও তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহের তীর জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের দিকে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন কেনিয়ায় | বোমা | বিষ্ফোরণে | নিহত | ১৩