করোনার বুস্টার ডোজ নিতে বাধ্যবাধকতা শুরু হয়েছে সৌদি আরবে।
বুস্টার ডোজ দেওয়া না থাকলে সরকারি অফিস আদালত থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গেল মঙ্গলবার থেকেই নতুন এ সিদ্ধান্ত কার্যকর করেছে দেশটি।
করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে সৌদি আরব। এরপরও দেশটিতে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ হাজার মানুষের করোনা শনাক্ত হচ্ছে।
বুস্টার ডোজ দেওয়া না থাকলে সরকারি অফিস আদালত থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, সৌদি সরকারের গৃহীত কর্মসূচির বাস্তব কার্যকারিতার জন্যই মহামারি অনেকটা মোকাবিলা করা গেছে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্বাস্থ্যসেবার গুণগতমান, ভ্যাকসিন কর্মসূচি এবং বিশ্বের সঙ্গে ভ্রমণ যোগাযোগ সচল থাকায় সৌদি আরব রোল মডেল হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মুক্তা মাহমুদ