সরু চালের দাম নিয়ন্ত্রণে শিগগিরই নওগাঁ, নাটোর, কুষ্টিয়াসহ চাল কল এলাকায় মজুদদারদের ধরতে অভিযান চালানো হবে। বুধবার ( ২ ফেব্রুয়ারী) রাজধানীর বিয়াম মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠান শেষে একথা জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় তিনি বলেন, দেশে চালের কোনো ঘাটতি নেই। দেশে পর্যাপ্ত খাদ্য আছে। মোটা চাল আমদানি করবেনা সরকার। চাল প্যাকেটিং কোম্পানি গুলোর কারনে সরু চালের দাম বাড়ছে। মন্ত্রী মনে করেন, এখন নিরাপদ খাদ্য উৎপাদন জরুরী।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, শুধু খাবার উৎপাদন নয় গুণগতমান বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। ভেজাল খাবার উৎপাদনকারীদের হুঁশিয়ারি জানিয়ে মন্ত্রী আরো বলেন, যারা মানুষকে বিষাক্ত খাবার খাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।