ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে সংবাদ সম্মেলনে করেন এইচএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের একটি অংশ।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি পেশ করেন।
শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিকবার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ না দেয়ায় অনেক শিক্ষার্থী ভালো মানের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে একাধিক ভর্তি পরীক্ষার সুযোগ থাকে। অথচ ঢাবিতে এই সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
তারা আরও জানান, আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি না মানলে আমরণ অনশন কর্মসূচী পালন করবেন শিক্ষার্থীরা।
তাসনিয়া রহমান