আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা, পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা, পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারি
কানাডায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় পশ্চিমাঞ্চলের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার ওয়েস্ট কেলৌনা শহরের আরও অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান ডেভিড ইবে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং আমরা সামনের কয়েকদিন মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি।’ ‘ম্যাকডহুগ্যাল ক্রিক’ নামের এই দাবানল ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সাচকাচোয়ান প্রদেশের একটি নদীর নাম ম্যাকডহুগ্যাল ক্রিক। ওই নদীর নামেই এবারের দাবানলকে ডাকা হচ্ছে। আগুনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ৪ হাজার ৮০০ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে যেতে বলা হয়েছে। অন্যদিকে আরেকটি দাবানলের কারণে প্রায় ২২ হাজার মানুষকে কানাডার নর্থওয়েস্ট টেরিটরিজে স্থানান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভয়াবহ | দাবানলে | পুড়ছে | কানাডা | পশ্চিমাঞ্চলে | জরুরি | অবস্থা | জারি