আর্কাইভ থেকে টুকিটাকি

বড় বড় মশা তৈরি করছে বিল গেটসের সংস্থা

বড় বড় মশা তৈরি করছে বিল গেটসের সংস্থা
অবশেষে বড় বড় মশা তৈরি করতে শুরু করল বিল গেটসের অধীনে থাকা গবেষণাগার অক্সিটেক। কী কাজে লাগবে এই মশাগুলি? জানলে রীতিমতো চমকে যেতে পারেন। গাড়ি, বাড়ি বা কোনও যন্ত্রপাতি নয়, বড় বড় মশা তৈরি করতে ব্যস্ত বিল গেটসের গবেষণাধর্মী সংস্থা অক্সিটেক। তবে এই ‘সুপার মসকিউটো’ আদতে ভালো মশা। অর্থাৎ রোগ ছড়ায় না এগুলি। তাহলে ঠিক কী কাজে লাগবে এই মশাগুলি। অক্সিটেক জানিয়েছে, প্রতি বছর ছয় লাখেরও বেশি মানুষ মশাবাহিত রোগে মারা যায়। সেই রোগগুলির মধ্যে রয়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগ। অক্সিটেকের জানায়, এই রোগগুলি নির্মূল করার উদ্দেশ্যেই কাজ করবে মশাগুলি। কীভাবে? সে কথাও জানিয়েছে ব্রিটেনের গবেষণাধর্মী সংস্থা। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি মশাগুলির মধ্যে রয়েছে একটি বিশেষ ধরনের জিন। সেই জিন প্রজনন আটকে দিতে পারে অন্য মশাদের। অক্সিটেকের তৈরি মশাগুলি সবকটিই পুরুষ মশা। স্ত্রী মশার সঙ্গে এদের মিলন হলে মারা যাবে স্ত্রী মশা। এর ফলে নতুন করে মশা জন্ম নেয়ার হার কমে যাবে। কোনও ব্যক্তি বা সংস্থা চাইলে এই মশা কিনে নিতে পারেন। মশাগুলি কিনে নিজের এলাকায় ছেড়ে দিলে মশার প্রজননের হার অনেকটাই কমে যাবে। এর ফলে রোগের হারও কমতে থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বড় | বড় | মশা | তৈরি | করছে | বিল | গেটসের | সংস্থা