আর্কাইভ থেকে বাংলাদেশ

মৃত্যুর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কালজয়ী গীতিকার বাবু

মৃত্যুর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কালজয়ী গীতিকার বাবু

‘সবকটা জানালা খুলে দাও না’ কালজয়ী এ গানের গীতিকার নজরুল ইসলাম বাবু। নতুন প্রজন্মের অনেকেই জানে না তাঁর নাম। ৩১ বছর আগে মারা যাওয়া কালজয়ী গীতিকার,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুকে দেয়া হলো রাষ্ট্রীয় স্বীকৃতি। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন তিনি। মরণোত্তর এই পদক দেয়া হবে নজরুল ইসলাম বাবুকে। দীর্ঘ তিন দশক পর হলেও তাঁর এমন স্বীকৃতি প্রাপ্তিতে খুশি সঙ্গীতাঙ্গনের মানুষজন।

উল্লেখ্য, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, আমায় গেঁথে দাও না মাগো, দুই ভুবনের দুই বাসিন্দা, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, ডাকে পাখি খোল আঁখি, কাল সারারাত ছিল স্বপ্নের রাত, আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে, কতো যে তোমাকে বেসেছি ভালো, কাঠ পুড়লে কয়লা হয়, এই অন্তরে তুমি ছাড়া নেই কারো, আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা, তোমার হয়ে গেছি আমি, মায়ের মাথার সিঁথির মতো লম্বা সাদা পথ, হৃদয়ের চেয়ে ভালো কোনো ফুলদানি নেই- কালজয়ী এই গানগুলোর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন মৃত্যুর | রাষ্ট্রীয় | স্বীকৃতি | পেলেন | কালজয়ী | গীতিকার | বাবু