আর্কাইভ থেকে বাংলাদেশ

ল্যাঙ্গার বিদায় নিলেও থামেনি আলোচনা-সমালোচনা!

ল্যাঙ্গার বিদায় নিলেও থামেনি আলোচনা-সমালোচনা!

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিলেন ল্যাঙ্গার। সংক্ষিপ্ত সময়ের জন্য তাঁর মেয়াদ বাড়াতে চেয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জাস্টিন ল্যাঙ্গার তাতে একমত হতে পারেননি। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ডিএসইজি’আজ শনিবার (০৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সিদ্ধান্তটি জানায়। 

বিবৃতিতে বলা হয়, ‘ডিএসইজি নিশ্চিত করছে, আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার আজ সকালে অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। গতকাল সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি এখন থেকেই কার্যকর হবে।’ 

গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত মাসে অ্যাশেজ জয়ের পর লম্বা সময়ের জন্য নিজের কোচ পদের মেয়াদ বাড়াতে চেয়েছিলেন ল্যাঙ্গার। কিন্তু সিএ ঠিক উল্টো প্রস্তাব দেওয়ায় তিনি রাজি হননি। তাঁর চুক্তির মেয়াদ নিয়ে দীর্ঘ বৈঠকের পর কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সিএ। ল্যাঙ্গার মেলবোর্ন থেকে পার্থে যাওয়ার পথে পদত্যাগের বিবৃতিটি জানিয়ে দেয় তাঁর ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। আগামী জুন পর্যন্ত সিএ-র সঙ্গে চুক্তি ছিল ল্যাঙ্গারের।

৫১ বছর বয়সী ল্যাঙ্গারের ম্যানেজার জেমস হেনডারসন রিকি পন্টিং, টিম পেইন ও ক্যামেরন গ্রিনেরও ম্যানেজার। হেনডারসনও টুইটে ল্যাঙ্গারের সরে দাঁড়ানোর খবরটি নিশ্চিত করেন, ‘খেলোয়াড় হিসেবে জাস্টিন ল্যাঙ্গার ৫-০ ব্যবধানে অ্যাশেজ জিতে অবসর নিয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জিতে সে এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের কোচ পদ ছাড়ল।’

ল্যাঙ্গারের সরে দাঁড়ানোর খবর চাউর হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিবৃতিতে বলা হয়, ‘তাঁকে থেকে যেতে বলা হয়েছিলো। বর্তমান চুক্তির সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল জাস্টিনকে। দুঃখজনকভাবে সে প্রস্তাবটি গ্রহণ করেনি।’

ল্যাঙ্গারের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন এত দিন তাঁর সিনিয়র সহকারী হিসেবে কাজ করা অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর চুক্তি নিয়ে সিএ-র আট ঘন্টা নিষ্ফল বৈঠকের পর এই পদত্যাগের ঘোষণা এল। গত মাসে অ্যাশেজ শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত চুক্তির মেয়াদ নিয়ে ল্যাঙ্গারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে সিএ-এর। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন ল্যাঙ্গার | বিদায় | নিলেও | থামেনি | আলোচনাসমালোচনা