আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

ট্রাম্পের গ্রেপ্তারের ছবি ভাইরাল

ট্রাম্পের গ্রেপ্তারের ছবি ভাইরাল
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর মুক্তি দেয়া হয়েছে। কিন্তু গ্রেপ্তারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় আড়াই বছর পর মাইক্রো ব্লগিং সাইটটিতে এমন পোস্ট দেখে প্রতিক্রিয়া দিতে ভুললেন না ইলন মাস্ক। বৃহস্পতিবার আটলান্টার জর্জিয়ার আদালতে যান ডোনাল্ড ট্রাম্প এবং গ্রেফতার হন। পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন পান। ট্রাম্পকে অভিযুক্তের তকমা দেয় জর্জিয়ার আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে ফলাফল পালটানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ঘটনার ঠিক ৪ দিন পরেই জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুসারীরা। ১৯ জনকে অভিযুক্তের তালিকায় রাখা হয়। ২০২১ সালের জানুয়ারি মাসে শেষবার এই মাইক্রো ব্লগিং সাইটে অ্যাকটিভ ছিলেন তিনি। আর কামব্যাক করেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গ্রেফতারের ছবি দিয়ে সাড়া ফেলে দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। টুইটারের নিয়ম লঙ্ঘন করায় তাকে এই প্ল্যাটফর্ম থেকে সাসপেন্ড করা হয়েছিল। তবে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর এবার মাস্ককেই চমকে দিলেন ট্রাম্প।

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্পের | গ্রেপ্তারের | ছবি | ভাইরাল