আর্কাইভ থেকে দেশজুড়ে

জরায়ু ও স্তন ক্যান্সার রোগ প্রতিরোধে গণটিকা প্রদান

জরায়ু ও স্তন ক্যান্সার রোগ প্রতিরোধে গণটিকা প্রদান
জরায়ু ও স্তন ক্যান্সার রোগ প্রতিরোধে আগামী ৬ মাসের মধ্যে দেশের ১৫ বছর বয়স থেকে বিয়ের আগ পর্যন্ত মেয়েদের সরকারি ব্যবস্থাপনায় বিনামুল্যে প্রতিষেধক টিকা প্রদান করা হবে। জানিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুল কবির। বুধবার (৩০ আগস্ট) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হলরুমে এ বিষয়ে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান। তিনি জানান, ইতিমধ্যে সরকার টিকা তৈরীর নির্দেশ প্রদান করেছেন। টিকা তৈরী প্রস্তুত হলে জরায়ু ও স্তন ক্যান্সার রোগ প্রতিরোধে সারা দেশে গণ টিকা প্রদান করা হবে। সভায় জানানো হয়, ৩০ থেকে ৬০ বছর বয়সের মহিলারা ৫ বছর পর পর ভায়া টেস্ট করলে জরায়ু ও স্তন ক্যান্সার রোগ থেকে মুক্ত থাকতে পারে। শুরুতেই জরায়ু ও স্তন ক্যান্সার রোগ নির্ণয় করা গেলে তা চিকিৎসায় ভাল হয়। দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বিনা পয়সায় ভায়া পরীক্ষা করা হচ্ছে। জরায়ু ও স্তন ক্যান্সার রোগ প্রতিরোধে প্রতিষেধক টিকা ইতি মধ্যে তৈরী হয়েছে যা বাজারে পাওয়া যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। একই সভায় সর্বজনীন পেনশন বিষয়ে অবহিতকরণ ও আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় স্থানিয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন জরায়ু | ও | স্তন | ক্যান্সার | রোগ | প্রতিরোধে | গণটিকা | প্রদান