আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম প্রস্তাব করলেন জাফরুল্লাহ

নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম প্রস্তাব করলেন জাফরুল্লাহ

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে সার্চ কমিটি। এরই মধ্যে দুটি বৈঠকে মিলিত হয়েছে কমিটি। প্রথম বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক ও নামের প্রস্তাব চাওয়া হয়।

এবার নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নিজের পছন্দের পাঁচজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সভায় এসব নাম প্রস্তাব করেন তিনি।

পাঁচজন হলেন- সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিচারপতি নাজমুন আরা, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক সেনা কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া। তাদের মধ্যে সাখাওয়াত হোসেনকে সিইসি করার প্রস্তাব দিয়েছেন জাফরুল্লাহ।

সভায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র ফেরত দিতে হয়, জনগণকে ভোটের অধিকার ফেরত দিতে হয় তাহলে শক্তিশালী নির্বাচন কমিশন দরকার।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দলই সার্চ কমিটির কাছে কারো নাম প্রস্তাব করেনি। তবে কয়েকটা নাম আপনারা বিবেচনায় আনতে পারেন, সাখাওয়াত হোসেন আগে নির্বাচন কমিশনার ছিলেন। তাকে প্রধান নির্বাচন কমিশনার করা হলে তিনি শক্তভাবে কাজগুলো করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | কমিশনার | হিসেবে | যাদের | নাম | প্রস্তাব | জাফরুল্লাহ