২০১০ ও ২০২২ সালে এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৩ এশিয়া কাপের আগে তামিম ইকবাল দায়িত্ব ছেড়ে দেওয়ায় আবারও এশিয়া কাপের অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে সাকিবের উপর।
তবে হতাশার বিষয় হলো, বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বে এশিয়া কাপে এখনো পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ। সবশেষ গতকাল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে। এবার বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
সাকিবের অধিনায়কত্ব ভালো লাগেনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব যখন বললেন যে লিটন ও তামিম নেই তখন আমার ভালো লাগেনি। এটা বলা উচিৎ নয়। কারণ এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে, আমাদের ওপর ভরসা নেই, আমাদের স্কিলের ওপর অধিনায়কের ভরসা নেই, আমাদের গোনায় ধরছেন না এবং তার চোখে আমরা ম্যাচ উইনার নই।'
অধিনায়ক হিসেবে দলের মানসিকতা ভালো অবস্থায় রাখাও দায়িত্ব বলে মনে করেন রমিজ রাজা। তিনি বলেন, 'আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। দ্রুত এর সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে। বাংলাদেশকে হারিয়েছে। তাই সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা। কারণ এটা কঠিন উইকেট ছিল।'