আর্কাইভ থেকে বাংলাদেশ

কারিগরীতে ৯২.৮৫, মাদ্রাসায় ৯৫.৪৯ শতাংশ পাসের হার

কারিগরীতে ৯২.৮৫, মাদ্রাসায় ৯৫.৪৯ শতাংশ পাসের হার

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২১ সালের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.৫৮ শতাংশ।

কারিগরীতে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে  ৫ হাজার ৭৭৫।  

মাদ্রাসায় পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন কারিগরীতে | ৯২৮৫ | মাদ্রাসায় | ৯৫৪৯ | শতাংশ | পাসের | হার