যশোরের ঝিকরগাছায় জমির সীমানা নিয়ে বিবাদে চাচাতো ভাইয়ের হাতে ভূমি জরিপকারী আমিন কামরুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন।
আমিন কামরুল ইসলাম ওই গ্রামের নুরুল হকের ছেলে। আহতরা হলেন- কামরুল ইসলামের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমান। তাদের যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেলো বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার ছোটপোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করা নিয়ে কামরুলের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে কামরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন কামরুল ইসলামের বড়ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমান। চারজনকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চারজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোর হাসপাতালে আনার পরে কামরুলের মৃত্যু হয়। আহত তিনজনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আতাউর ও আনোয়ারার অবস্থা আশঙ্কাজনক।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, জমিজায়গা সংক্রান্ত বিরোধে হামলায় একজন নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।