বিশ্বনেতাদের অংশগ্রহণে ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘জি-২০ শীর্ষ সম্মেলন’ আজ রোববার (১০ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে বিশ্বনেতারা আলোচনা করছেন। আলোচনার পাশাপাশি বিশ্বনেতাদের থাকা-খাওয়ার বিষয়ে বিশেষ নজর রাখছে ভারত সরকার। একইসঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হবে নামিদামি উপহারও। শুধু নেতারাই নয়, তাদের স্ত্রীদের জন্যও বিশেষ আয়োজন করেছেন মোদি সরকার।
আনন্দবাজারের তথ্যমতে, রাষ্ট্রনেতাদের স্ত্রীদেরকে তিনটি করে বিশেষ উপহার তুলে দেবে ভারত, যা দেশটির ঐতিহ্যবাহী শিল্প এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে।
উপহারের মধ্যে রয়েছে তেলেঙ্গানার চেরিয়াল চিত্রকলার নিদর্শন, হাতে বোনা একটি তসর সিল্কের শাল এবং ছত্তিশগড়ের কারিগরদের তৈরি করা ধাতব নারী মূর্তি।
চেরিয়াল চিত্রকলা তেলঙ্গানার প্রাচীনতম শিল্পগুলির মধ্যে অন্যতম। চেরিয়াল চিত্রকলাকে ‘জিআই’ তকমাও দেওয়া হয়েছে। এটি খাদি কাপড়ের ওপর ভারতীয় পৌরাণিক কাহিনি এবং কিংবদন্তি চরিত্র একে তৈরি করা হয়েছে।
ছত্তিশগড়ের বন থেকে প্রাপ্ত পশম দিয়ে একটি হাতে বোনা তসর সিল্কের শাল তৈরি হয়েছে। গাঁদা ফুলের নির্যাস সংগ্রহ করে শালগুলো রং করা হয়েছে। শাল তৈরির সুতো এবং নকশাও হাতে তৈরি করা হয়েছে।
এছাড়া রাষ্ট্রনেতাদের স্ত্রীদের জন্য ধাতব নারী মূর্তিটিও ছত্তিশগড়ের কারিগরদের তৈরি। মূর্তিটি তৈরিতে ব্যবহৃত কৌশল হরপ্পা সভ্যতার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত।
বিশেষভাবে নকশা করা ব্যাগের মধ্যে উপহারগুলো বিশ্বনেতাদের স্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে।