আর্কাইভ থেকে ফুটবল

মাঠ থেকে তুলে নেয়ায় কান্না করলেন রির্চালিসন

মাঠ থেকে তুলে নেয়ায় কান্না করলেন রির্চালিসন
বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রির্চালিসনকে তুলে নেন কোচ ফার্নান্দো দিনিজ। কিন্তু রির্চালিসনকে তুলে নেয়ায় মাঠেই জার্সি দিয়ে মুখ ঢেকে কান্না শুরু করেন। এরপর ডাগ আউটে বসেও অঝোরে কাঁদতে থাকেন টটেনহ্যামের হয়ে চূড়ান্ত ফ্লপ হওয়া এই ফরোয়ার্ড। বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচেও ফ্লপ ছিলেন রিচা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মাঝ মাঠ থেকে উড়ে আসা বল ডিবক্সে বাম প্রান্তে পান রাফিনহা। সেখান থেকে হেডে ডিবক্সের মাঝামাঝি থাকা রিচারলিসনের উদ্দেশ্যে বাড়িয়ে দেন তিনি। বল পেয়ে একজনকে কাটিয়ে শট নেন রিচারলিসন। তবে গোল মুখের একদম কাছাকাছি জায়গায় থেকে নেয়া সেই শট গোললাইনের উপর দিয়ে পাঠিয়ে দেন তিনি। ৭১ মিনিটে তাকে বদলি করে মাঠে নামানো হয় ইনজুরি থেকে আর্সেনালের জার্সিতে ফিরেই গোল করা গ্যাব্রিয়েল জেসুসকে। রিচারলিসন ব্যর্থ হলেও এদিন ৫-১ গোলের বড় জয় পায় ব্রাজিল। ইনজুরি থেকে ফিরে ওই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের জার্সিতে পেলের ৭৭ গোল ছাড়িয়ে যান তিনি। এছাড়াও রিয়াল মাদ্রিদে ফরোয়ার্ড রদ্রিগোও করেছেন জোড়া গোল। বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহাও পেয়েছেন একটি গোলের দেখা।

এ সম্পর্কিত আরও পড়ুন মাঠ | তুলে | নেয়ায় | কান্না | রির্চালিসন