আর্কাইভ থেকে দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। নাটোর রেলওয়ে স্টেশনের কার্যরত স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ট্রেনে ডাকাতির খবর পেয়ে সাথে সাথে ওসি (জিআরপি-সান্তাহার)কে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তারপর নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ খবর দিলে উদ্ধারকারী ইউনিট এসে মরদেহ উদ্ধার করে স্টেশন প্ল্যাটফর্মে রাখা হয়। মৃত ব্যক্তিকে স্থানীয়রা কেউ শনাক্ত করতে পারেননি। তবে তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলের জানিয়েছেন কার্যরত স্টেশন মাস্টার রেজাউল করিম। ওসি (জিআরপি-সান্তাহার) ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটির বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে। প্ল্যাটফর্মে অবস্থানরত সাধারণ মানুষেরা জানান, বেলা এগারোটার দিকে সৈয়দপুর-রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিল। ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে পেছনের একটি বগির আগের চাকার সামনে মাধা দিয়ে শুয়ে পড়লে ট্রেনের চাকায় কাটা পড়ে সেখানেই মৃত্যুবরণ করেন অজ্ঞাতনামা এই ব্যক্তি। নাটোর প্রতিনিধি মো. মোসলেম উদ্দিন   এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রেনে | কাটা | পড়ে | অজ্ঞাত | ব্যক্তির | মৃত্যু